cultural program, Matri Milan Sangha, মাতৃ মিলন সংঘের সরস্বতী পুজো উপলক্ষ্যে দু’দিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মহিলাদের দ্বারা গঠিত সংগঠন মাতৃ মিলন সংঘের সরস্বতী পুজো উপলক্ষ্যে দু’দিন ধরে আয়োজিত হল সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। যার দ্বিতীয় দিনে আয়োজন করা হলো “জয় জওয়ান জয় কৃষান” কর্মসূচি। এলাকায় যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন সেই সকল প্রবীণ কৃষকদের, সেইসঙ্গে দেশের সুরক্ষায় থাকা সেনাবাহিনীর বেশ কিছু জওয়ানকে জয় জওয়ান জয় কিষান কর্মসূচির মাধ্যমে এদিন সংবর্ধনা দিলেন মহিলা পরিচালিত মাতৃ মিলন সংঘের সদস্যরা। ‍

পাশাপাশি বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে চলল মনজ্ঞ সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করলো বিশেষ চাহিদা সম্পন্ন একটি সংগঠনের ছেলে- মেয়েরা। চতুর্থ বর্ষে আয়োজিত এই সরস্বতী পুজো অর্থাৎ বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে এলাকার মা-বোনেদের দ্বারা গঠিত এই সংগঠনের সামাজিক ও সংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ল সকলের।

দ্বিতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ব্যক্তিরা জানান, এলাকার মা- বোনেদের দ্বারা গঠিত এই সংগঠনের যে কর্মসূচি তা এক কথায় অনবদ্য। শুধুমাত্র আনন্দ অনুষ্ঠান নয়, তাদের এই চিন্তাভাবনা যা সামাজিক ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করবে। আমরা চাই এর শ্রীবৃদ্ধি ঘটুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *