meeting, Vishwa Hindu Parishad, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কর্মসমিতির দু’দিনের বৈঠক

আমাদের ভারত, ২৬ জুলাই: শনিবার থেকে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কর্মসমিতির দু’দিনের বৈঠক শুরু হচ্ছে। বেআইনি ধর্মান্তরকরণ, সরকারি নিয়ন্ত্রণ থেকে মন্দিরের মুক্তি, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা, স্ব-কর্মসংস্থান, স্বনির্ভরতা, পরিষেবার মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বিশদ আলোচনা চায় বিশ্ব হিন্দু পরিষদ।

শুক্রবার যোধপুরে ভিএইচপি-র কেন্দ্রীয় পরিচালন পর্ষদের বৈঠকে এ কথা জানান সংগঠনের মহাসচিব বজরং বাগরা। তিনি সাংবাদিকদের জানান, যোধপুরে ২৭ জুলাই উল্লেখিত বিষয়গুলি ছাড়াও কার্যসূচিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের অগ্রগতি পর্যালোচনা এবং নারীর ক্ষমতায়ন, পারিবারিক জ্ঞানার্জন এবং হিন্দু মূল্যবোধের উপর ক্রমাগত আক্রমণের পাশাপাশি কুম্ভের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে।

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে ভিএইচপি’র মহাসচিব জানান যে, সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে গঠিত দেশের ৪৫টি প্রদেশ থেকে ভিএইচপি, বজরং দল, দুর্গা বাহিনী এবং মাতৃশক্তির প্রায় ৩৪০ কেন্দ্রীয় (কেন্দ্রীয়), প্রান্তীয় (প্রদেশ) এবং ক্ষেত্রীয় (আঞ্চলিক) পদাধিকারী বৈঠকে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।

রাজস্থানের ঐতিহাসিক যোধপুর শহরের রতনদা রোডে মহেশ্বরী জন উপযোগী ভবনে আয়োজিত এই বৈঠকে ভারতের বাইরের দেশগুলির ভিএইচপি-র প্রায় এক ডজন পদাধিকারীও অংশ নেবেন। আসন্ন শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীতে বিশ্ব হিন্দু পরিষদের ৬০তম বার্ষিকী পালন করবে। এই উপলক্ষে সংগঠনের ৬০ তম প্রতিষ্ঠা দিবসের সমাপনী কর্মসূচির কর্মপরিকল্পনাও এই সভায় চূড়ান্ত করা হবে।

বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসাল এক প্রেস বার্তায় শুক্রবার এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *