প্রদেশ কংগ্রেস নেতার ভাইপো সহ সিপিএমের দুই পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১২ নভেম্বর: বাঘের ঘরে ঘোগের বাসা। খোদ প্রদেশ কংগ্রেস নেতা তথা বিধায়কের ভাইপো বিজেপিতে যোগ দিলেন। পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক তথা জেলা সভাপতি নেপাল মাহাতোর ভাইপো সুব্রত মাহাত ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠা মাহাতো আজ পুরুলিয়ায় বিজেপি সাংসদের অফিসে গিয়ে দলে যোগ দিলেন। সুব্রত জেলার যুব কংগ্রেস নেতা ছিলেন।  সুব্রতর বাবা সুভাষ মাহাতও ছিলেন ঝালদার এক সময়ের  কংগ্রেস বিধায়ক। কয়েকদিন আগে সুব্রতর আরেক ভাই সিদ্ধার্থ শংকর মাহাতো কলকাতায় তৃণমূল দফতরে গিয়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিয়েছিলেন।

রাজনৈতিক মহলের মতে, জেলা কংগ্রেস সভাপতি পাঁচ বারের বিধায়ক নেপাল মাহাতকে পরাজিত করা কোনও বিরোধী রাজনৈতিক দলের পক্ষে কঠিন। এবার তাই বিরোধীরা তাঁর পরিবারেই ভাঙ্গন ধরালো। তবে এর পরও নেপালকে ধরাশায়ী করা যাবে কি না সেটা এখনই বলা খুব শক্ত। কংগ্রেস ছেড়ে আসা সুব্রতর দাবি মানুষের সেবা করতেই তাঁর বিজেপিতে যোগ দান।

এদিন জয়পুরের উপরকাহন গ্রাম পঞ্চায়েতের দুই সিপিএম সদস্যা খঞ্জনা কুমার ও ইচ্ছাময়ী মাহাতো বিজেপিতে যোগ দেন। এছাড়া ওই এলাকার প্রায় শতাধিক সিপিএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমর্থিত পরিবার বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *