আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মে: দুই মেদিনীপুরে ফের দুই ব্যক্তির করোনা আক্রান্তের এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দু’জন আক্রান্তের খোঁজ মিলেছে তমলুক ও খড়্গপুরে। আক্রান্তদের এলাকাগুলি সিল করে দেওয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এদিকে, বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন চন্দ্রকোনা রোডের গোবিন্দচক এলাকার করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, শুনেছি চন্দ্রকোনার ওই ব্যক্তি কলকাতার একটি হাসপাতাল মারা গেছেন। তবে করোনায় আক্রান্ত হলেও তার একাধিক রোগ ছিল। বৃদ্ধের সংস্পর্শে আসা ব্যক্তিদের আগেই পরীক্ষা করা হয়েছে। এবার তার পরোক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষার জন্য খোঁজ শুরু হয়েছে।

