স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ আগস্ট: এক বিএস এফ জওয়ানের গুলিতেই দুই বি এস এফ জওয়ানের মৃত্যু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের মালদাখন্ড সীমান্ত এলাকায়।
পুলিশসূত্রে জানা গিয়েছে নিহত ওই দুই বিএসএফ জওয়ানের নাম মাহিন্দর সিং ভাট্টি ও অনুজ কুমার। ঘটনাস্থলে পৌছেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের মালদাখন্ড সীমান্ত এলাকায় গতকাল রাত সাড়ে তিনটার নাগাদ বিএসএফ জওয়ান উত্তম সুত্রধর তাঁর রাইফেল থেকে গুলি ছোড়ে। সেই গুলিতে মাহিন্দর সিং ভাট্টি ও অনুজ কুমারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি প্রসাদ প্রধান সহ রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী।

রায়গঞ্জ জেলার পুলিশ সুপার সুমিত কুমার ফোনে জানিয়েছেন, কেন উত্তম সূত্রধর গুলি চালালো পুলিশ তা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দা প্রকাশ বর্মন জানিয়েছেন, সকালে খবর পাই যে দুজন বি এস এফ জওয়ানের মৃতদেহ পড়ে রয়েছে। কিভাবে এই ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না।

