আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ আগস্ট: মুর্শিদাবাদে দুইজন গরু পাচারকারীকে গ্রেপ্তার করা হল শুক্রবার ভোর রাতে। বিএসএফ সুত্রে জানা গিয়েছে, ২০ ও ২১ আগস্ট দুইদিন মুর্শিদাবাদের খাস মহল এলাকা থেকে বিএসএফের ১৪১ নম্বর ব্যাটেলিয়ান ১৪টি গবাদি পশু সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি, উদ্ধার হয়েছে ইঞ্জিনের সাথে লাগানো একটি বৃহৎ বাংলাদেশী কাঠের নৌকাও।

চোরা চালানকারীরা হলেন, সম্রাট সেখ সাগরপাড়া থানার কাকমারী চর এলাকার বাসিন্দা। অপরজন বাংলাদেশের রাজশাহী জেলার ফিরোজপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল খালিখ। তার কাছ থেকে একটি বাংলাদেশি প্রি-পেইড সিম (গ্রামীণ নেটওয়ার্ক) সহ একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই সাগরপাড়ায় সমস্থ কিছু জমা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিএসএফ সুত্রে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ জেলাতে বর্ষার মরশুমে গরুর সংখ্যা বেড়ে চলেছে।

