সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ সেপ্টেম্বর: বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়কে দুটি যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী। আজ সকালে বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উভয় বাসের চালক সহ গুরুতর জখম সাত জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সকালে দুর্গাপুর থেকে একটি যাত্রীবাহী বাঁকুড়াগামী বাসের সাথে বেলিয়াতোড়ের দিকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস দুটিই বেপরোয়া গতিতে চলছিল। বেলিয়াতোড় থানার বনগ্রামের কাছে আচমকাই বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের শব্দে ও বাস যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে যাত্রীদের উদ্ধার কাজে নেমে পড়েন। ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ। দুটি বাস থেকে মোট ৩০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর থাকায় পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। দুটি বাসের বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা বলে মন্তব্য বাস যাত্রীদের।

