স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুলাই:
দুই ষাঁড়ের মধ্যে লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার শান্তিপুর। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় শান্তিপুরের জনবহুল এলাকা বাইগাছি পাড়ায় হঠাৎই দুটি ষাঁড় মুখোমুখি হয়ে যায়। এর পরই দুই ষাঁড়ের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। এই লড়াইয়ের জেরে রাস্তায় কার্যত বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। দুই ষাঁড়ের লড়াই দেখতে রাস্তার পাশে ভিড় জমান বহু মানুষ। প্রায় দুই ঘন্টা লড়াইয়ের পর খবর পেয়ে পুরসভার লোক এসে তাদের বিরত করে।