স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩০ অক্টোবর:
সালিশি সভায় পাওনাদারকে ছুরি দিয়ে কুপিয়ে খুন। নদিয়ার নাকাশিপাড়ার দোগাছি পঞ্চায়েতের ঘটনা। নিহত ব্যক্তির নাম আব্দার শেখ (৩৫)। পাওনা টাকা নিয়ে সালিশি সভা বসে ছিল। সেই সময় অভিযুক্তরা পাওনাদারের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করে। অভিযুক্তরা পলাতক। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
জানা গেছে, নিহত ব্যক্তি আব্দার শেখ (৩৫) নাকাশিপাড়ার ছ নম্বর দোগাছি পঞ্চায়েতের পদুমা গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় মাইক ব্যবসায়ী। আব্দার শেখের স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে ছিল ভরা সংসার। এবছরের মাঘ মাসে তিনি তার প্রতিবেশী দুই ভাই মাফুজ শেখ ও ইবাদুল সেখকে ৮০০০ টাকা ধার দিয়েছিলেন। এরপর তার নিজের টাকার প্রয়োজন হলে আব্দার শেখ দুই ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত চান। কিন্তু বার বার চাওয়া সত্বেও তারা টাকা ফেরৎ দেয়নি।
তাই শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ পদুমা গ্রামের পুকুর পাড়ে এক সালিশি সভা বসে। সেখানে গ্রামের অনেক মাতব্বরই ছিলেন। সেই সময় অভিযুক্ত মাফুজ শেখ ও ইবাদুল শেখ পাওনাদার আব্দার শেখের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি ছুড়ি মেরে তাকে খুন করে বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।