সুশান্ত ঘোষ, বনগাঁ, ২ জুলাই: লোহার রড চুরি করা সন্দেহে দু’টি সাত বছরের বালককে লোহার চেন দিয়ে বেঁধে রোদে ফেলে রাখার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করতে এলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে ওই পরিবার। খবর পেয়ে ঘটনা স্থলে এসে ওই দুই বালকদের উদ্ধার পুলিশ। অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে। অভিযুক্ত গৃহবধূর নাম মৌসুমী দাস।
স্থানীয় সূত্রে খবর, এ দিন চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় লোহার রড চোর সন্দেহে শিশু দু’টিকে শিকল দিয়ে বেঁধে রোদে ফেলে রাখেন এলাকারই বাসিন্দা মৌসুমী দাস। স্থানীয় বাসিন্দা সন্দীপ সাহা, শ্যামল বিশ্বাস জানাচ্ছেন, বেশ কিছু দিন ধরেই মৌসুমী দাস ও তার পরিবার বিভিন্ন জিনিস চুরির অভিযোগ করছিলেন। শনিবার সকালে বাচ্চা দু’টিকে ধরে চোর বলে দাবি করেন। তারা লোহার রড চুরি করেছে বলে দাবি করেন ওই মহিলা। দু’জনকে একটি গ্রিলের সঙ্গে লোহার শিকল দিয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রোদের মধ্যে প্রায় চার ঘণ্টা ফেলে রাখেন তিনি।

বাচ্চা দু’টি জল পিপাসায় কাঁদতে শুরু করলে প্রতিবেশীরা এসে তাদের ছেড়ে দেওয়ার আবেদন করেন ওই মহিলা ও পরিবারের কাছে। অভিযোগ, তাতে কর্ণপাত করেননি মহিলা। তার উপরে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। তার পরই পুলিশের সাহায্যে বালক দু’টিকে উদ্ধার করা হয়। পুলিশ মহিলাকে আটক করেছে। তবে চুরির ঘটনা নিয়ে ওই মহিলা পুলিশে কোনও অভিযোগ করেননি বলেও জানা গিয়েছে।

