আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ জুলাই: পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলেও এখনও অব্যাহত রয়েছে নির্বাচন পরবর্তী হিংসা। ঝাড়গ্রামে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।
জানাগেছে,, ভোটের ফল প্রকাশের ২ দিন পর অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের চোরচিতা গ্রামে বিজেপি কর্মীদের উপর অতর্কিতে আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীদের প্রথমে ভর্তি করা হয় তপসিয়া গ্রামীণ হাসপাতালে। পরে তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আক্রান্ত বিজেপি কর্মীদের নাম দীপঙ্কর বেরা, শুভঙ্কর বেরা।
অভিযোগ, এদিন বিকেলে সুবর্ণরেখা নদীর চোরচিতা ঘাট থেকে স্নান সেরে বাড়ি ফেরার পথে দীপঙ্কর বেরা, শুভঙ্কর বেরার উপর হামলা চালায় তৃণমূলের একদল দুষ্কৃতী। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরে তাদের অবস্থার অবনতি ঘটায় তাদের দু’জনকেই ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন।

