BJP, Bankura, বাঁকুড়ায় বিজেপির দুই বিধায়কের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭জানুয়ারি: স্বাধীনতা দিবসে বাঁকুড়ায় দুটি পৃথক জায়গায় জেলার দুই বিজেপি বিধারকের ওপর হামলার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী ও ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের ওপর হামলা চালানো হয়েছে নিজেদের বিধানসভা এলাকায়। এই দুটি ক্ষেত্রেই অভিযোগের আঙ্গুল উঠেছে শাসক দল তৃণমূলের দিকে। যদিও এই দুটি ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই বলে জানানো হয়েছে।

সোমবার বিকেলের পর সোনামুখীর বিধায়কের উপর তাঁর কেন্দ্র মহেশপুর এলাকায় এবং ছাতনার বিধায়কের উপর তাঁর কেন্দ্র ইন্দপুর থানার বগা এলাকার ডাঙ্গাবারোবিন্দার কাছে হামলা চালানো হয়। বাড়ি ফেরার পথে মহেশপুরে বিধায়ক দিবাকর ঘরামীর গাড়ি আটকে ব্যাপক ইঁট পাটকেল ছোড়া, তার গাড়ি ভাঙ্গচুরের পাশাপাশি তাকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বেই এই হামলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোনামুখীর চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চলে পথ অবরোধ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিধায়কের কাছে খবর আসে মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ ও চলাচলের অবস্থায় নেই। বাড়িতে অসহায় অবস্থায় পড়ে রয়েছেন। সেই খবর পেয়ে মহেশপুর গ্রামে ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে একটি হুইল চেয়ার ও চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য করতে যান বিধায়ক দিবাকর ঘরামী। সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তার গাড়ি ঘিরে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেলও ছুড়তে থাকে। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বেই তার ওপর এই হামলা হয়েছে। ঘটনার পরেই দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি কর্মীদের নিয়ে সোনামুখী চৌরাস্তা মোড়ে বসে পথ অবরোধ শুরু করেন বিধায়ক। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। সোনামুখী থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক ও বিজেপি কর্মীরা।

অন্যদিকে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেনের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। গত ৫ বছর বিধায়ক থেকেও এলাকার মানুষকে কোনও পরিষেবা দেননি। এখন ভোটের আগে গ্রামে গিয়ে জাতপাতের সুড়সুড়ি দিয়ে ভোট ভিক্ষা করতে গেছেন। তাই মানুষের রোষ আছড়ে পড়েছে।

অন্যদিকে ইন্দপুর থানার বগা এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে ডাঙ্গা বারোবিন্দার কাছে তার গাড়ি আটকে গালিগালাজ ও টানাটানি করা হয় বলে অভিযোগ বিধায়কের। বিধায়কের দাবি, হামলাকারীরা সকলেই তৃণমূলের। তাঁর অভিযোগ, হেনস্থা চলাকালীন বারবার ফোন করে পুলিশকে জানানোর চেষ্টা করলেও পুলিশ-প্রশাসনের আধিকারিকরা ফোন ধরেননি। এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ইন্দপুর বাসস্ট্যান্ডে খাতড়া- বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আক্রান্ত বিধায়ক ও তার অনুগামীরা।

তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান জানান যে এই ঘটনার সঙ্গে তাদের দলের কারোর যোগ নেই। গ্রামের মানুষের জন্য বিধায়ক কোনও কাজ করেননি। কিন্তু তিনি উগ্র কথা বলায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে। গত ৫ বছরে বিধায়ক এলাকার জন্য কী করেছেন জানতে চান। এ নিয়ে বিধায়কের সঙ্গে কার্যত তর্কাতর্কি শুরু হয়ে যায়। একই দিনে দুই বিজেপি বিধায়কের উপর হামলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *