আশিস মণ্ডল, বোলপুর, ২৩ ডিসেম্বর: বিজেপি করার অপরাধে দুই নেতার ধানের গাদায় আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতেই এমনটা করা হয়েছে বলে দাবি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম এর।
ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানার সাংড়া গ্রামে। বিজেপির জেলা কমিটির সদস্য অমর নাথ মণ্ডল এবং সাংড়া অঞ্চল কমিটির সদস্য বিজয় মণ্ডল সম্পর্কে দুই ভাই। তাঁরা ১০-১২ একর জমির ধান কেটে বাড়ির খামারে বেঁধে রেখেছিল। বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই ধানের গাদায় আগুন ধরিয়ে দেয়। দমকল আগুন নেভানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
অমরনাথ মণ্ডল বলেন, “বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাড়ির জানলা দিয়ে আগুনের শিখা ঢোকে। তারপরেই উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রথমে আমি দলের কার্যকর্তাকে খবর দিই। তিনিই থানায় ফোন করে জানান। থানা থেকে দমকলে খবর দেওয়া হয়। সাঁইথিয়া থেকে দমকল পাঠালেও সেটা অকেজো। গ্রামবাসীদের রোষে পড়ে ফের একটি দমকল গাড়ি পাঠানো হয় ততক্ষনে সব শেষ।”
অমরনাথবাবুর দাবি, সামনে পঞ্চায়েত নির্বাচন। আমরা বিজেপি করি ভয় দেখাতেই শাসক দল এসব করেছে বলে মনে হচ্ছে। অকেজো দমকল গাড়ি পাঠানোও চক্রান্ত বলে মনে হচ্ছে। প্রথম দমকল গাড়ি ঠিক থাকলে এতো ক্ষতি হয়তো না।”
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্যাসী চরণ মণ্ডল ওরফে অষ্টম বলেন, “ন্যক্কারজনক ঘটনা। এরাজ্যে বিরোধীদের সবক সেখাতে এইভাবে আগুন ধরাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। সেই সঙ্গে প্রশাসনের কাছে আবেদন করছি ক্ষতিপূরণ দিতে হবে। সেই সঙ্গে যারা আগুন ধরিয়েছে তাদের খুঁজে বের করুন। নইলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”