আমাদের ভারত, ২২ জানুয়ারি: রামপুজো উপলক্ষে সোমবার বিজেপি-র দুই নেত্রী, দলের জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ এবং রাজ্য সহ সভাপতি ডাঃ মধুছন্দা কর বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন।
ভারতী ঘোষ সকাল ১০ টায় খড়্গপুরের গোপালীবাজারে রামপুজো, সাড়ে ১০টায় খড়্গপুরের গোলবাজারে রামপুজো, ১১টায় ইন্দার ভারত সেবাশ্রমে রামপুজো এবং ১২ টায় মেদিনীপুরের ধর্মমোড়ে রামপুজো করেন।
মধুছন্দা সকাল ৮ টায় করুণাময়ীতে শোভাযাত্রা ও ১০টায় বিধাননগরের সিএ মার্কেটে রামপুজো করেন।

