সাথী দাস, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর: ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা লেগে দুই বাইক আরোহীর মৃত্যু হল। পুরুলিয়া শহরে ঢোকার মুখে রাঁচি রোডে বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ভাবে জানা গিয়েছে, কনকনে ঠাণ্ডায় দুই বাইক আরোহী দ্রুত গতিতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাইকটি। দুই জনের মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে ছটফট করতে করতে নিমেষে নিথর হয়ে যায় দুই জনের দেহ। যদিও স্থানীয়রা আহত দুই জনকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই দুজনকে মৃত ঘোষণা করেন। পুরুলিয়া সদর থানার পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।