সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ ডিসেম্বর: পরিযায়ী শ্রমিক ছাউনিতে আগুন লেগে মৃত্যু হল দুই শিশু কন্যার। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাস থানার নাড়রা গ্রামে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন ইন্দাস থানার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থেকে জগন্নাথ শবর নামের এক পরিযায়ী কৃষি শ্রমিক আমন ধান কাটা ও ঝাড়াই করার জন্য স্ত্রী, এক শিশু পুত্র ও দুই শিশু কন্যাকে নিয়ে ইন্দাস থানার নাড়রা গ্রামে আসে। সেখানে ধান কাটার কাজে যুক্ত হন ওই দম্পতি। গ্রামের জমি সংলগ্ন এলাকায় খড়ের অস্থায়ী ছাউনি করে ওই দম্পতি ৩ শিশু সন্তানকে নিয়ে বসবাস করছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও সকালে রান্নাবান্না করে সন্তানদের অস্থায়ী ছাউনিতে রেখে ওই দম্পতি পার্শ্ববর্তী ধানের জমিতে ধান কাটার কাজে যায়। সেই সময় কোনোভাবে খড়ের ছাউনিতে আগুন ধরে যায়। শিশু পুত্র কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও ছাউনির ভয়াবহ আগুনে ঝলসে যায় সুস্মিতা শবর (৩) ও পূর্নিমা শবর (১) নামের দুই শিশু কন্যা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় ছুটে যায় পুলিশ। অস্থায়ী ছাউনিতে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।