আমাদের ভারত, ঘুটিয়ারিশরীফ, ১৭ এপ্রিল: লকডাউন চলছে দেশ জুড়ে। এরই মধ্যে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল দক্ষিন ২৪ পরগণার ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ। শুক্রবার ভোরে সোহাগ ভদ্র ও পার্থ হাওলাদার নামে ঐ দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান শাটার বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার হয়।
শুক্রবার ভোরে গোপনসূত্রে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ খবর পায় আগ্নেয়াস্ত্র সহ কয়েকজন দুষ্কৃতী বিদ্যাধরী পল্লীর কাছে ঘরাঘুরি করছে। সেই খবর পেয়েই সাদা পোষাকে পুলিশ কর্মীরা সেখানে হানা দেন। সেখানে গিয়ে সোহাগ ও পার্থকে ধরে ফেললে ও বাকিরা পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা। ধৃতদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।