আমাদের ভারত, বারুইপুর, ৩০ জানুয়ারি: উড়িশা থেকে বোলেরো গাড়ি করে বারুইপুরে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতি। শুক্রবার রাতে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও বারুইপুর থানার পুলিশ কর্মীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২৪ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। ধৃতদের নাম সুনীল সামন্ত ও সরোজ মন্ডল। এরা হাওড়ার বাসিন্দা।
এদের মাধ্যমে ক্যানিং, রায়দিঘি, মগরাহাট সহ দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন প্রান্তে গাঁজা পাচারের কাজ চলতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এদের নিজেদের হেফাজতে নিয়ে এই গাঁজা পাচার কারবারের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করতে চাইছে পুলিশ। গাঁজা পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিকেও আটক করেছে পুলিশ।