গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ ডিসেম্বর: কয়েকদিনের মধ্যে ঘটে যাওয়া ব্যাটারি চুরির ঘটনার কিনারা করলো হুগলির খানাকুল থানার পুলিশ।তদন্ত করে পুলিশ ধৃত দুই জনকে গ্ৰেফতার করে। এরপর পুলিশ ওই দুইজনকে পুলিশ হেফাজতে নেয়। ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে খানাকুলের পিলখানা এলাকায় সুভাষ মান্নার টোটো গাড়ি থেকে ব্যাটারিগুলি তারা চুরি করে। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে আরামবাগ মহাকুম আদালতে তোলা হবে বলে জানাগেছে।
এই ঘটনায় সাংবাদিক সম্মেলন করলেন খানাকুল থানায় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তি। হাজির ছিলেন খানাকুল থানার ওসি সুমীর মুখার্জি। উল্লেখ্য, খানাকুল থানা এলাকার এক বাসিন্দা তার টোটো গাড়ি থেকে বেশ কয়েকটি ব্যাটারি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের জরে ঘোষপুর ফাঁড়িতে। পুলিশ অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরা খতিয়ে দেখে ও সুত্র লাগিয়ে দু’জনকে সনাক্ত করে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। দুই অভিযুক্তের নাম—কাজি লাল চাঁদ ও কৌশিক সিংহ রায়। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া ব্যাটারিগুলি উদ্ধার করা হয়।
এসডিপিও সুপ্রভাত চক্রবর্তি জানান, টোটো গাড়ির থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। টোটো চালকের অভিযোগের ভিত্তিতে খানাকুল থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ওই দুজনকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের জেরা করে ব্যাটারিগুলি উদ্ধার করে।

