আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ নভেম্বর: পঞ্চায়েতের নথি নকল করার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে পঙ্কজ মন্ডল ও গোপাল নায়েক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই চম্পাহাটি পঞ্চায়েতের বিভিন্ন নথি, ট্যাক্সের কাগজপত্র, সার্টিফিকেট নকল করছিল এই দুই অভিযুক্ত। সেই নকল কাগজ মোটা টাকার বিনিময়ে এলাকার বিভিন্ন লোকের কাছে বিক্রি করতো এরা। এমনকি নকল দলিলও তৈরি করতো বলে এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার স্থানীয় এক ব্যক্তি সেই নকল সার্টিফিকেট নিয়ে চম্পাহাটি পঞ্চায়েতে ব্যক্তিগত কাজের জন্য গেলে সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পঞ্চায়েতের কর্মীদের।
এ বিষয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগও জানানো হয় পঞ্চায়েতের তরফ থেকে। সেই অভিযোগের তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশ বুধবার রাতেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।