আমাদের ভারত, বর্ধমান, ৩১ অক্টোবর: রায়নায় ব্যবসায়ী খুনের তদন্ত করতে নেমে দুই সুপারি কিলারকে গ্রেফতার করলো পুলিশ। আগামীকাল তাদের বর্ধমান আদালতে তোলা হবে বলে জানাগেছে।
দিন কয়েক আগে কলকাতা থেকে বর্ধমানের রায়নার দেশের বাড়িতে এসে খুন হন ব্যবসায়ী সব্যসাচী মন্ডল। তার বাড়ি হাওড়ার শিবপুর এলাকায়। ঘটনার দিন কলকাতা থেকে আসার পরে সন্ধে নাগাদ যখন বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন সেই সময় কে বা কারা তাকে নিচে ডেকে পাঠায়। তিনি নিচে নামলে তাকে গুলি করে ও ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয় বলে অভিযোগ। তার পরিবারের অভিযোগ, সম্পত্তি হাতাতেই তার পরিবারের লোকজন সব্যসাচীকে সুপারি কিলার দিয়ে খুন করেছে। ঘটনার পরেই তদন্তে নামে রায়না থানার পুলিশ।
এরপর ঘটনার তদন্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞরা রায়নার দেরিয়াপুর গ্রামে যায়। ওই বাড়িতে যে জায়গায় সব্যসাচী মন্ডল রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সেই জায়গা ঘুরে দেখেন তারা। সেখান থেকে রক্তের নমুনা সহ বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেন। পাশাপাশি ওই বাড়িতে থাকা সব্যাচীর কাকিমার সঙ্গেও কথাবার্তা বলেন।
আজ কলকাতার নারকেল ডাঙা এলাকা থেকে দুই সুপারি কিলারকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম জানিসার আলি ওরফে নিকি ও শেখ সাদ্দাম। পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন তারা ঘটনাস্থলে ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরে এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে, মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তদন্ত শুরু করে রায়না থানার পুলিশ। এরপরেই তারা দুজন ধরা পড়ে বলে জানা গেছে।