সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪অক্টোবর: আইসিডিএস সেন্টার থেকে জিনিস চুরির দায়ে দুই আসামিকে গ্রেফতার করলো পুলিশ। কোতুলপুর থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে গত ১২ অক্টোবর রাতে দুই ভিন জেলার চোর একটি পিকআপ ভ্যান নিয়ে এসে সেন্টারে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালায়।

ঘটনার পর কোতুলপুর থানায় একটি চুরির মামলা রুজু হয়। তদন্তে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকার সিসিটিভি দেখে ও অন্যান্য টেকনিক্যাল ইনপুট বিশ্লেষণ করে হুগলি জেলায় অভিযান চালানো হয় এবং সিঙ্গুর থানার জমপুকুর গ্রামের বাসিন্দা বিজন ধারাকে গত ১৩ তারিখে গ্রেপ্তার করা হয় এবং ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়। রিমান্ডের সময় তাকে জেরায় আরামবাগ থানার আওতাধীন হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুব্রত খানকে আজ গ্রেপ্তার করা হয় এবং চুরির মাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটি (wb17p2109) সিজ করা হয়। দুই আসামি এই গাড়িটির সাহায্যে একই ধরনের অপরাধমূলক কাজ বিগত এক বছরে বহুবার করেছে বলে জানিয়েছে পুলিশ।

