আমাদের ভারত, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে দক্ষিণ-পূর্ব রেলের আসানসোল-খড়গপুর বিভাগের হলদিয়া- আসানসোল এক্সপ্রেস ট্রেনে দুটি নতুন এসি কোচ বাড়ানো হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল ট্রেনটিতে আরো কয়েকটি এসি কোচ সংযোজনের। সেই দাবি মেনে শুক্রবার থেকে হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেনে নতুন দুটি এসি কোচ যুক্ত করা হয়েছে। এদিন থেকেই নতুন কোচ সহ এক্সপ্রেস ট্রেনটি চলাচল শুরু করেছে। রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুশি আসানসোল ও খড়্গপুর বিভাগের যাত্রীরা। এই সাফল্য নিজেদের উদ্যোগের ফল বলে দাবি করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। শুক্রবার ওই দুটি নতুন সংযোজিত কোচ সহ ট্রেনটি মেদিনীপুর স্টেশনে পৌঁছালে বিজেপির কর্মী সমর্থকেরা প্ল্যাটফর্মে জাতীয় পতাকা নাড়িয়ে স্বাগত জানান।