পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জুলাই: মাধ্যমিকে জোড়া সফলতা দক্ষিণ দিনাজপুরে। এবারের মাধ্যমিক-২০২০’র ঘোষিত ফলাফলের মেধাতালিকার প্রথম দশে স্থান করে নিয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী হাইস্কুলের ছাত্র অঙ্কিত সরকার ও বালুরঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী রূপসা সাহা। অঙ্কিত সরকার ৬৮৮ নম্বর পেয়ে উত্তরবঙ্গে প্রথম স্থানাধিকারের পাশাপাশি রাজ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। অন্যদিকে জেলার সদর শহর বালুরঘাটের মেয়ে রূপসা সাহা ৬৮৩ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে রাজ্যে। এই দুই সফলতায় মুখ উজ্জ্বল হয়েছে জেলার মানুষের। পাশাপাশি তাদের এই সফল্যে আপ্লুত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। করোনার লকডাউনে কিছু বিধিনিষেধ থাকায় জেলার এই দুই কৃতিকে নিয়ে শুভেচ্ছা বার্তার ঝড় তুলেছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।

