Embryos, Sonamukhi, সোনামুখীতে নর্দমা থেকে জোড়া ভ্রুণ উদ্ধার, বিক্ষোভ স্থানীয়দের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ সেপ্টেম্বর: অবৈধভাবে গর্ভপাতের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সোনামুখীতে।গতকাল সোনামুখী পুরসভার সামনের নর্দমা থেকে জোড়া ভ্রুণ উদ্ধারের ঘটনা ঘটে। এক মহিলাকে পৌরসভার সামনে নর্দমায় বালতিতে করে কিছু ফেলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। নর্দমার কাছে গিয়ে স্থানীয় একজন দেখেন দুটি ভ্রুণ ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকারই একটি পলিক্লিনিকে অবৈধভাবে গর্ভপাত করানোর পর ওই দুটি ভ্রুণ ফেলে দেওয়া হয়েছে নর্দমায়। তারা বিষয়টি পুলিশের নজরে আনেন। ওই পলিক্লিনিক বন্ধের দাবি জানিয়ে সরব হয়ে ওঠেন স্থানীয়রা।

এই পলিক্লিনিকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে গর্ভপাতের ব্যবসা চালিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তারা। এদিন সকালে স্থানীয়রা দেখেন পলিক্লিনিক থেকে এক চিকিৎসকে বেরিয়ে যেতে। তার পরেই মহিলাটিকে বালতিতে করে কিছু এনে পুরসভার নর্দমায় ফেলতে দেখা যায়। স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি নর্দমার কাছে গিয়ে দেখেন যে নর্দমার মধ্যে ২টি সদ্যোজাত ভ্রুণ পড়ে রয়েছে। তিনি ঘটনাটি স্থানীয়দের নজরে আনেন। এতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনামুখী থানায় তারা খবর দিলে পুলিশ এসে ভ্রুণ দুটিকে সোনামুখী থানায় নিয়ে যায়। স্থানীয়দের চাপের মুখে পড়ে মহিলাটি স্বীকার করেন যে ভ্রুণ দুটি তিনি নর্দমায় ফেলেছেন। তার বক্তব্য, গর্ভাবস্থায় ভ্রুণের মৃত্যু হওয়ায় ৯ হাজার টাকার বিনিময়ে পলিক্লিনিকে গর্ভপাত করিয়েছেন রোগীর পরিবার। সেই মৃত ভ্রুণ নর্দমায় ফেলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পলিক্লিনিকে চিকিৎসার নামে একজন চিকিৎসক এই বেআইনি ব্যবসা চালিয়ে আসছেন। ওই পলিক্লিনিক বন্ধের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *