সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ ডিসেম্বর: প্রতিবেশী নাবালিকাকে যৌন নিগ্রহ ও নাবালিকা গর্ভবতী হওয়ার দায়ে অভিযুক্তকে কুড়ি বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বাঁকুড়া আদালতের অতিরিক্ত বিচারপতি।
পুলিশ সূত্রে জানাগেছে, ২০২১ সালে ওন্দা থানায় জনৈক আনন্দ ঘোষ (নাম পরিবর্তিত) লিখিত অভিযোগ করেন যে, তাঁরই এক বন্ধু স্থানীয় ব্যক্তি তাঁর নাবালিকা নাতনিকে যৌন নিগ্রহ করে এবং ফলে ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পকসো আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করে।
অভিযোগ পাওয়ার পর ওন্দা থানা অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে এবং তদন্ত কার্য সম্পন্ন করে কোর্টে চার্জশিট জমা করেন। বাঁকুড়া কোর্টের অতিরিক্ত বিচারপতির এজলাসে বিচার প্রক্রিয়া শেষ হয়। অপরাধী দোষী সাব্যস্ত হন এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন।