স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মার্চ: দোল উৎসবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কুড়ি ফুটের গোপাল, যার প্রস্তুতি চলছে জোরকদমে। সামনেই দোল উৎসব। আর এই দোল উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রঙের আবিরের ছোঁয়ায় মেতে ওঠে গোটা শান্তিপুর।
শান্তিপুরের বিভিন্ন বারোয়ারীতে পূজিত হয় গোপাল ঠাকুর। শান্তিপুরের বেশ কয়েকটি বারোয়ারিতে সুবিশাল গোপালের মূর্তি তৈরী হয় যা খুবই নামকরা। যেমন বড় গোপাল, মেজ গোপাল, সেজ গোপাল, ছোট গোপাল, এছাড়াও চাঁদনি পাড়া বারোয়ারীর গোপাল সহ আরো কয়েকটি বারোয়ারির গোপাল। ঠিক তেমনই শান্তিপুর ফটক পাড়া বারোয়ারির গোপালের মূর্তি গত সাত বছর ধরে পূজিত হয়ে আসছে। এবছর তাদের গোপালের উচ্চতা প্রায় কুড়ি ফুট, তৈরি হচ্ছে গোপালের মূর্তির সাজ। জানা যায় ওই সুবিশাল গোপালের মূর্তি কোনো কুমোরটুলির মৃৎশিল্পীরা তৈরি করেন না, বারোয়ারির সদস্যরাই তৈরি করে সুবিশাল গোপালের মূর্তি। শুধু মূর্তি নয়, গোপালের মূর্তি সাজিয়ে তোলার জন্য যে সাজ, সেই সাজ তৈরি করছেন নিজেরাই।
উদ্যোক্তারা জানান, আগে এই বারোয়ারিতে এত বড় গোপাল পূজিত হতো না, পূজিত হতো ছোট মূর্তির গোপাল। গত সাত বছর ধরে বারোয়ারি সদস্যদের প্রচেষ্টায় তৈরি করা হয় এই সুবিশাল গোপালের মূর্তি। যদিও দোল উৎসবের প্রথম দিন থেকেই পূজিত হয় গোপাল, প্রথম দোলের তিন দিন বাদে পূজিত হওয়া গোপালের মূর্তি নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের পথে। দোল উৎসব মানেই গোটা শান্তিপুরবাসীর বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আর মাত্র কয়েকটা দিন বাদেই দোল উৎসবে মেতে উঠবে গোটা শান্তিপুরবাসী।