কচ্ছপ ব্যবসায়ী দম্পতি গ্রেফতার নবদ্বীপে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ জুন: কচ্ছপ ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় এক দম্পতি কচ্ছপ বিক্রির কথা জানান, সেই পোস্ট দেখেই কয়েকজন পরিবেশ প্রেমী ক্রেতা সেজে ফোনে তাদের কাছে জানতে চায় কচ্ছপের দাম কত এবং কোথায় গেলে পাবে। সেই মতো ফরেস্ট ডিপার্টমেন্ট নবদ্বীপ থানার পুলিশকে জানালে সেখানে পুলিশ গিয়ে ঐ দম্পতিকে গ্রেফতার করে।

জানা যায়, ঐ দম্পতি অ্যাকোরিয়ামের মাছ বিক্রি করেন। তাদের কাছ থেকে তিনটি কচ্ছপ উদ্ধার হয়। তাদের বাড়ি নবদ্বীপ শহরের প্রতাপনগরের গঙ্গা নগর এলাকায়।

বেথুয়াডহরি ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারির সভাপতি সনজিৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু পরিবেশের ইকোসিস্টেম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণেই ওয়াইল্ডলাইফ অ্যাক্টের মধ্যে যে সমস্ত প্রাণীগুলি পড়ছে সেগুলো সংরক্ষন করার প্রয়োজন আছে। একশ্রেণির মানুষ এইসব বন্যপ্রাণী নিয়ে অবৈধভাবে ব্যবসা করে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করছে। এই অবৈধ ব্যবসা যাতে বন্ধ হয় এবং যাতে এদের কঠিন থেকে কঠিনতম সাজা হয় এবং পাশাপাশি দ্বিতীয়বার যেন এই ধরনের প্রাণী নিয়ে কেউ ব্যবসা করতে ভয় পায় আমরা সেটাই চাইছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *