আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: বড়দিনের বদলে ২৫ ডিসেম্বর বিশ্বের সমগ্র সমাজের কাছে ‘তুলসী পূজন দিবস’ পালনের আহ্বান করেছে সনাতনীরা। এই উপলক্ষে ‘দেশের মাটি কল্যাণ মন্দির’ রবিবার, ২৫ ডিসেম্বর ছাতনা, বাঁকুড়ায় এবং রাণাঘাট -১ ব্লক, নদিয়ায় আয়োজিত হবে তুলসী পূজন দিবস। গরিব মানুষকে কম্বল বিতরণ করা হবে ছাতনায়, করানো হবে মিষ্টিমুখ; রাণাঘাটে বিরাজ করবে সাংস্কৃতিক আবহ।
সেই সঙ্গে ‘দেশের মাটি’-র সদস্যরা তাদের নিজ নিজ বাড়িতে, গ্রামে-পাড়ায়-প্রতিষ্ঠানে আয়োজন করবেন তুলসী পূজনের। প্রকৃত অর্থে বড়দিন এটাই। সনাতনী সংস্কৃতির বৃহত্তর প্রেক্ষাপটে উপকারী ও ঐশী উদ্ভিদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশের মাটি কল্যাণ মন্দিরের পক্ষে অরিত্র ঘোষ দস্তিদার, অসীমলাল মুখার্জি, মিলন খামারিয়া, শীর্ষ আচার্য, দেবজিৎ বসু, অংশুমান মাহাতো এ খবর প্রচার করেছেন।
সনাতনীদের বক্তব্য, ক্রিসমাস ট্রি নিয়ে মাতামাতি করার কিছু নেই। সেটি পশ্চিমি সংস্কৃতি। বরং আজ পালিত হোক ‘তুলসী পূজন দিবস’। তুলসী নিজস্ব। অনেক উপযোগিতাও আছে। হিন্দু সংস্কৃতির সঙ্গে খাপ খায়। পুরাণেও আছে, ঘরে তুলসী রেখে রোজ পুজো করলে যমদূতের প্রবেশ হয় না।