বন্ধ কলেজেও টিউশন ও প্র‍াক্টিক্যাল ফি! অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ বালুরঘাটে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ জুলাই: করোনা কালে বন্ধ কলেজেও টিউশন ও প্র‍াক্টিক্যাল ফি’র দাবি বালুরঘাটে। অবাক ছাত্র ছাত্রীরা। প্রতিবাদে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ পড়ুয়াদের। বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট ও পতিরামে। প্ল্যাকার্ড হাতে নিয়ে কলেজ ফি মুকুবের দাবি জানায় ছাত্র ছাত্রীরা। এদিন একই দাবিতে সোচ্চার হয়ে বালুরঘাট কোয়েড কলেজ, মহিলা মহাবিদ্যালয় ও পতিরাম যামিনী মজুমদার কলেজে তুমুল বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্রছাত্রী। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। যদিও পরে অধ্যক্ষের আশ্বাসে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

নয়ন তিরকি নামে এক ছাত্রের অভিযোগ, অফলাইনে ক্লাস না করা সত্বেও তাদের কাছ থেকে প্র‍াক্টিক্যাল ফি, ল্যাবরেটরি ফি, টিউশন ফি বাবদ টাকা নেওয়া হচ্ছে। যার প্রতিবাদ জানিয়েছেন তারা।

স্নিগ্ধা সরকার নামে এক ছাত্রী জানিয়েছে, করোনা পরিস্থিতিতে অধিকাংশ ছাত্র ছাত্রীর পরিবারের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। তার পরেও করোনা কালে বন্ধ কলেজে তাদের টিউশন সহ একাধিক ফি দিতে হচ্ছে। যারই প্রতিবাদ জানিয়েছেন তারা। ফি মকুব না করলে তারা আর পড়াশোনা করতে পারবেন না।

বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু বলেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকারী তিনি একা নন। বিষয়টি কলেজের গভর্নিং বডির সঙ্গে আলোচনা করে ছাত্র ছাত্রীদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।
বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ বিমান চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি এবং টিউশন ফি এই দুটিই আমরা আদায় করছি। টিউশন ফি সরকারের কাছে জমা করতে হয়, আমরা যে ফি নিচ্ছি সেখানে কলেজের কোন চার্জ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *