আমাদের ভারত, ৩ আগস্ট: স্বাধীনতার ৭৫ বছর পেরিয়েছে কিন্তু তারপরেও বাংলার মানুষের পানীয় জলের সমস্যার সার্বিক সমাধান এখনো হয়নি। আজও পশ্চিমবঙ্গে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মানুষকে প্রতিদিন পানীয় জল আনতে নৌকা করে পাড়ি দিতে হয় অন্যগ্রামে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই উস্তি গ্রাম পঞ্চায়েতের নৈনানপুরের মহিলাদের নিত্যদিনের কাজ। এই সমস্যার কথা জানাতেই তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সিংহ বাহিনীর সংগঠনের সভাপতি দেবদত্ত মাজি।
Installing 2nd Deep Tube Well for our beloved JanataJanardan who R deprived of DrinkingWater
Our Women of DiamondHarbour SD have to row boats for 1.5 km to M areas & get Drinking water
Can't tolerate their pain
Installing DrinkingWater Facility@AmitShah @PMOIndia @gssjodhpur pic.twitter.com/FAsGoOOnZ3— Devdutta Maji (President of SinghaBahini). (@MajiDevDutta) August 3, 2021
রোজ নৈনানপুর গ্রামের মহিলাদের কলসি, বালতি নিয়ে নৌকা চেপে দেড় কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয় শুধুমাত্র পানীয় জল আনতে। বাড়ির অজস্র কাজের মাঝে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গ্রামের মহিলারা একেবারে লাইন দিয়ে গিয়ে ওঠেন নৌকাতে। প্রতিদিন তাদের গন্তব্য দেড় কিলোমিটার দূরে আর একটি গ্রাম। সেখান থেকে পানীয় জল আনতে পারলে তবে পরিবারের মানুষগুলোর তৃষ্ণা মিটবে। এভাবেই দিনের পর দিন পানীয় জলের জন্য কষ্ট করে চলেছিলেন গ্রামের মহিলারা। বছরের পর বছর কেটে গেলেও পানীয় জলের সমস্যার সমাধান হয়নি।
এই ঘটনার কথা কানে আসতেই গ্রামের মহিলা তথা গ্রামবাসীর পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগী হন সিংহবাহিনী সংগঠনের সভাপতি দেবদত্ত মাজি। তাঁর উদ্যোগে নৈনানপুর গ্রামে বসানো হয় টিউবওয়েল। দেবদত্ত বাবু বলেন, “গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে জানতে পেরেই টিউবওয়েল বসানোর ব্যবস্থা করি। আশাকরি এবার থেকে এই গ্রামের মানুষকে এক গ্লাস জলের জন্য নৌকা চেপে অন্য গ্রামে যেতে হবে না।” স্বভাবতই পানীয় জলের সমস্যা সমাধান হওয়ায় খুশি মহিলারা সহ গ্রামের মানুষ।