আমাদের ভারত, ৫ এপ্রিল: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত “দ্যা কাশ্মীর ফাইলস” ছবিটি নিয়ে যখন চারিদিকে জোর চর্চা চলছে, তখন কাশ্মীরের মাটিতে ফের জঙ্গিদের নাশকতার শিকার এক কাশ্মীরি পন্ডিত। গত ২৪ ঘন্টায় কাশ্মীরের একাধিক এলাকায় সন্ত্রাসী হামলার শিকার দুই পুলিশ কর্মী সহ ৭ জন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরে সোফিয়ান জেলার চৌতিগাম এলাকায় এক কাশ্মীরি পন্ডিতকে লক্ষ্য করে
নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। খবরটি নিশ্চিত করেছে সোফিয়ান পুলিশ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে সোমবার রাত আটটা নাগাদ চৌতিগামে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন সোনু কুমার বালজি নামে এক কাশ্মীরি পন্ডিত। তার শরীরে একাধিক গুলির আঘাত মিলেছে। তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
সোনু কুমার বালজি একটি মেডিকেল স্টোর চালান। ৯০ এর দশকে কাশ্মীর থেকে পন্ডিতদের বাস্তুচ্যুত করার সময়েও উপত্যাকা ছাড়েননি তিনি। গত ৩০ বছর ধরে কাশ্মীরেই বসবাস করছেন।
তিনি ছাড়াও গত ২৪ ঘন্টায় সন্ত্রাসবাদীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন আরও ছয়জন। এদের মধ্যে চারজন বিহার ও পাঞ্জাবের পরিযায়ী শ্রমিক। শ্রীনগরের লালচকে দুজন সিআরপিএফ কর্মীও জঙ্গি হামলার শিকার হয়েছেন। অনেকের মতে কাশ্মীরি পণ্ডিতরা যাতে উপত্যকায় ফিরে আসতে না পারেন সে জন্যেই আবারও ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।