তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুনের চেষ্টা, অভিযুক্তদের গণধোলাই

আমাদের ভারত, বসিরহাট, ১০ এপ্রিল: ত্রাণ দিতে বেরনোর সময় তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করার চেষ্টা করল দুষ্কৃতীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের ভেটকিয়া গ্রামের ঘটনা। শুক্রবার সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের খবর, লকডাউন এর জেরে গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ বিলি করতে যাচ্ছিলেন হিঙ্গলগঞ্জ থানা এলাকার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়নাল আবেদিন গাজী। সেই সময় মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর হাতে লাগে। ঘটনা স্থলেই পড়ে যান উপপ্রধান। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে আসে। তারা হাতেনাতে ধরে ফেলে দুষ্কৃতীদের। এরপর চলে বেধড়ক মারধর। মোটরসাইকেল ভাঙ্গচুর করে।

খবর পেয়ে ঘটনা স্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশ দুষ্কৃতীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানাগেছে, গত ২০১৮ সালের ১৯ জুন বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের আগে এই উপপ্রধানকে রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে খুনের চেষ্টা করে। তাকে না পেয়ে তার মাকে গুলি করে। আজকের এই ঘটনার সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা তা নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত দুষ্কৃতীরা আশরাফ গাজী ও নুরুল ইসলাম সরদার পাশে বাঁকড়া গ্রামের বাসিন্দা। এর পেছনে রাজনৈতিক কারণ বা পুরনো শত্রুতার জের না ক্ষমতা দখলের লড়াই তা খতিয়ে দেখছে পুলিশ। দুই দুষ্কৃতীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে হিঙ্গলগঞ্জথানার পুলিশ ৫ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *