আমাদের ভারত, ২৮ নভেম্বর: মার্কিন রাষ্ট্রপতির শাসানির মধ্যেই আগামী ৪-৫ ডিসেম্বর ভারতে আসছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন ভারত সফরে আসবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর ভারতে আসার কথা শুক্রবার জানিয়েছে রুশ সরকারি সংবাদ মাধ্যম। এর আগে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, নয়াদিল্লি- মস্কোর বার্ষিক সম্মেলনে পুতিন আসবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বৈঠক হবে।
২০তম ভারত- রুশ বার্ষিক সম্মেলনে পুতিনের আসার নিশ্চয়তা দিয়েছে ক্রেমলিনও। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ভারতের প্রধানমন্ত্রীর মোদী তাঁকে স্বাগত জানাবেন। রাষ্ট্রপতি মুর্মু পুতিনের সম্মানার্থে একটি ভোজসভা ডাকবেন। এই সম্মেলনটি এক বছর রাশিয়ায় ও পরের বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পুতিন শেষবার ভারতে এসেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে।
মোদী- পুতিনের এই সাক্ষাৎ বিশ্ব রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তী রাশিয়ার সম্পর্ক চিরকালই ভালো। যোগাযোগ ক্ষেত্র, প্রতিরক্ষা এবং বাণিজ্যিক ক্ষেত্রে চিরকালই দু’ দেশের নানান চুক্তি রয়েছে। এবার ভারতের তরফে প্রতিরক্ষাকে আরো উন্নত করতে সহযোগিতা চাওয়া হবে রাশিয়ার কাছে। পাঁচটি অতিরিক্ত এস ৪০০ ট্রায়াম্প এয়ার ডিফেন্স গার্ড কেনার প্রস্তাব রয়েছে। এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের প্রচুর অস্ত্র কেনার প্রস্তাব দেওয়া হতে পারে।
মোদী- পুতিনের এই বৈঠক হওয়ার কথা আছে ৫ ডিসেম্বর। যদিও এখনো রাশিয়ার কাছ থেকে ভারত দুই তিন কোয়াড্রেম পঞ্চম প্রজন্মের বিমান সুখোই ৫৭ কেনার ব্যাপারে মনস্থির করতে পারেনি। মস্কো দীর্ঘদিন ধরেই ভারতকে আমেরিকার এফ ৩৫ টু জেড বিমানের সমকক্ষ এই বিমান কেনার পরামর্শ দিয়ে চলেছে।
আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে, তা হলো রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। যার সঙ্গে জড়িয়ে আছে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনাবেচার সম্পর্কটিও।

