Trump, Pakistan, পাক সখ্যতা ট্রাম্পের, বাণিজ্য চুক্তির পর পাকিস্তানের ওপর চাপানো শুল্কের পরিমাণ কমালো মার্কিন যুক্তরাষ্ট্র

আমাদের ভারত, ১ আগস্ট: পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে ডোনাল্ড ট্রাম্পের। বাণিজ্য চুক্তি করার পর এবার পাকিস্তানের ওপর চাপানো শুল্কের পরিমাণ কমিয়ে দিলে আমেরিকা। এদিকে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বহাল রেখেছে মার্কিন মুলুক। শুক্রবার থেকে কার্যকর হয়েছে নয়া শুল্ক হার। ভারত ছাড়াও আরো বেশ কিছু দেশে নতুন করে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নতুন এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বলা হয়েছে, একাধিক দেশের সঙ্গে প্রচুর আলাপ আলোচনা হলেও বাণিজ্যিক বৈষম্য ঘোঁচানো যায়নি। আমেরিকার আর্থিক এবং জাতীয় স্বার্থের পরিপূরক হতে পারেনি তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্তা জানিয়েছেন, আগামী দিনে আরও বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তি করতে চলেছে আমেরিকা। তবে সেই তালিকায় ভারত রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এদিনের ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে ভারতকে ২৫ শতাংশ শুল্ক গুণতে হবে, সিরিয়াকে ৪১ শতাংশ, ব্রাজিলকে ৫০ শতাংশ, সুইজারল্যান্ডকে ৩৯ শতাংশ, তাইওয়ানকে ২০ শতাংশ করে কর দিতে হবে। কিন্তু সেখানে পাকিস্তানের শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করে দেওয়া হয়েছে। আর এই পদক্ষেপকেই পাক-মার্কিন সখ্যতা হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

একদিকে যখন ভারতের উপর শুল্ক চাপানো হয়েছে, তখন অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলে আমেরিকা। পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে তার উন্নতি সাধনের জন্য দু’দেশ একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে আমেরিকা।

উল্লেখ্য, বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ১ আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে বলে জানিয়ে দেন ট্রাম্প। এককথায় রাশিয়ার থেকে কম দামে তেল কেনার কারণেই ভারতের উপর এই অতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে বলে জানান মার্কিন রাষ্ট্রপতি। তবে পাল্টা বিবৃতি দেয় ভারতও। নয়া দিল্লি জানিয়ে দিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *