আমাদের ভারত, ৩০ জুলাই: ভারত- আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন,ভারতের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
১ আগস্টের মধ্যে চুক্তি সই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত- আমেরিকা। তবে সেদিকেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। এরমধ্যে ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে কিনা মঙ্গলবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, হ্যাঁ হতে পারে। আমার তাই মনে হয়।
স্কটল্যান্ড সফরের শেষে ওয়াশিংটন ফেরার পথে ট্রাম্প বলেন, ভারত আমার ভালো বন্ধু। কিন্তু তারা আমেরিকার উপর এমন শুল্ক চাপিয়েছে যা প্রায় সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা মেনে নেওয়া যায় না। এক সপ্তাহের মধ্যে আমেরিকা তার একাধিক বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক বসাতে চলেছে। তার আগেই ট্রাম্পের এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
এর আগে এপ্রিল মাসে ট্রাম্প এই শুল্ক ২৫ শতাংশ করার কথা বলেছিলেন। তবে তখন ভারত- আমেরিকার আলোচনার পর সেটা কমিয়ে ১০% করা হয়। যদিও সময় বাড়ানো হয়। তবে এখনো পর্যন্ত খুব কম দেশেই চুক্তি হয়েছে। বেশিরভাগ আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমি সানগ্রিয়ার সোমবার জানান, ভারতের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন, যাতে বোঝা যায় তারা আমেরিকান পণ্যের বাজার আরো কতটা খুলতে আগ্রহী।
এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত সরকার এখন ২০ থেকে ২৫ শতাংশ হারে আমেরিকার শুল্ক আরোপের সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক আরোপ হলে ভারতীয় শিল্প ও রপ্তানি বাণিজ্যে তার প্রভাব পড়তে পারে। তবে ভারতের তরফে বাণিজ্যে ভারসাম্য রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ করার কথা ভাবা হতে পারে।
তবে আগামী ১ আগস্টের ডেড লাইন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। শেষ মুহূর্তে কোনো বাণিজ্য চুক্তি করে এই শুল্ক এড়ানো যায় কিনা সেটাই এখন দেখার।