Accident, Akashmani wood, আকাশমণি কাঠ নিয়ে যাওয়ার পথে লড়ি উলটে দুর্ঘটনা, তদন্তে পুলিশ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: রাতের অন্ধকারে আকাশমণি কাঠ বাঁকুড়া জেলা থেকে উত্তর ২৪ পরগনায় নিয়ে যাওয়ার পথে ডুকি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি। এলাকার মানুষের দাবি, রাতের অন্ধকারে এই আকাশমণি কাঠ নিয়ে যাওয়ার পথেই বড়সড় বিপত্তি ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউজের আধিকারিক, আড়াবাড়ি বনবিভাগের বনদপ্তরের আধিকারিক এবং গড়বেতা থানার ট্রাফিক পুলিশ। ঘটনায় রীতিমতো জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণে আকাশমণি কাঠ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রাস্তার ধারে।

বনদপ্তর পুলিশ এবং ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে এই কাঠ কোনরকম বেআইনিভাবে পাচার করা হচ্ছিল কিনা। সেই সঙ্গে গাড়িটিকে অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য নিয়ে আনা হয় ক্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *