আমাদের ভারত, হাওড়া, ১৮ জানুয়ারি: ইট বোঝাই লরির পিছনে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল সিমেন্ট বোঝাই লরি চালকের। মৃত লরি চালকের নাম অরুন কুমার যাদব (২২)। বাড়ি বিহারের জামুই থানা এলাকায়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার পাঁচলা মোড়ের কাছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানাগেছে, শনিবার ভোর ৪টে নাগাদ শ্যামপুর থেকে ইট নিয়ে লরিটি কলকাতা অভিমুখে যাওয়ার সময় পাঁচলা মোড়ের কাছে লরিটি খারাপ হয়ে গেলে সেটি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, লরিটি খারাপ হয়ে রাস্তার মাঝখানে আচমকা দাঁড়িয়ে পড়ায় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা সিমেন্ট বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই লরির পিছনে ধাক্কা মারে। ঘটনায় সিমেন্ট বোঝাই লরিটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। লরি চালক গাড়ির মধ্যে আটকে পড়ে। পরে রাজাপুর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দুটি লরিকেই আটক করেছে।