কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি :
ক্ষীরপাই এর বামারিয়াতে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২, আহত ১। স্থানীয় সূত্রে জানাগেছে, ক্ষীরপাই থেকে একটি ট্রাক আরামবাগের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টোদিক থেকে মোটর সাইকেলে করে আসছিল ৩ জন। বামারিয়ার কাছে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু ঘটে ২ জনের। পুলিশ সূৃত্রে জানা যায় তাদের বাড়ি
বাঁকুড়ার বৈতলে। আহত হয় ১ জন। তার বাড়ি লক্ষ্মীপুরের সোলা গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং আহত ব্যাক্তিকে হাসপাতালে পাঠিয়েছে।