নির্দল প্রার্থীর বিজয় মিছিলকে কেন্দ্র করে ঝামেলা, বাঁকুড়ার কুচকুচিয়াতে ১৪৪ ধারা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ মার্চ: পুর নির্বাচনে জয়ী নির্দল প্রার্থীর বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়া পুর এলাকার ৭নং ওয়ার্ড।

এই ওয়ার্ডে বিক্ষুব্ধ তৃণমূল নেতা পুরসভার বিগত বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল নির্দল প্রতীকে তৃণমূল প্রার্থী বিশ্বনাথ সিংহকে পরাজিত করেন। গতকাল ফল ঘোষণার পরই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় দিলীপবাবুর বিজয় মিছিল এলাকা পরিক্রমা করে। কুচকচিয়াতে মিছিল এসে পৌঁছনোর পর উত্তেজনা চরমে ওঠে। মিছিলে দিলীপবাবুর সমর্থকরা নাচানাচি করতে থাকে। ঐ সময় তৃণমূলের এক দক কর্মীদের সাথে তাদের বচসা শুরু হয়। বচসা থেকে মারামারি, ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। কয়েকজন ছেলে লাঠি সোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। ঐ সময় একটি রিক্সা ভ্যানকে উল্টে দেওয়া হয়। এই ঘটনায় ভ্যানের আরোহী এক বাচ্চা ছেলের মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ এসে পৌছায়। পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ মোতায়েন করা হয়, পরে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এলাকার নব নির্বাচিত কাউন্সিলর দিলীপ আগরওয়াল বলেন, আমার বিজয় মিছিলে কিছু ছেলের সাথে ঝামেলা হয়। মিছিলে অংশ নেওয়া ছেলেদের মারধর করা হয়। দুজনের মাথা ফেটে যায়। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪৪ ধারা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *