আরামবাগ মহকুমা থেকে মেধা তালিকায় তৃষা, দিব্যকান্তি

আমাদের ভারত, আরামবাগ, ১৫ জুলাই: গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন হাই স্কুলের ছাত্র  হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি এলাকার বাসিন্দা দীব্য কান্তি ঘড়ুই মাধ্যমিকে ৬৮৬ নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে। সন্তানের এমন কৃতিত্বে স্বভাবতই খুশি পরিবার ও এলাকার মানুষ। 

বাবা পুনব ঘড়ু‌ইএকজন শিক্ষক, মা গৃহবধূ। দিব্যকান্তি ঘড়ুই এর বাবা পুনববাবু জানান,  মাধ্যমিকের দিব্যকান্তি রাজ্যে সপ্তমস্থান অধিকার করে। দিব্যকান্তির সাফল্যে আমরা খুশি। কোনও নিয়ম বেধে পড়াশোনা করত না, বেশির ভাগ সময়ই ও পড়াশোনা নিয়েই থাকতে। পড়াশুনা ছাড়া ও খেলা দেখতে সিনেমা দেখতে ভালোবাসে।  আগামী দিন ওর ইচ্ছা সায়েন্স নিয়ে পড়বে। সেটা ছেলেই ঠিক করবে বলে জানান। কষ্ট হলেও চেষ্টা করব, ছেলেকে তার ইচ্ছামত পড়াশোনা করানোর।

অন্যদিকে, মাধ্যমিকের দশম স্থানের স্থানাধিকারী হয়েছে গোঘাটের গার্লস ভগবতী হাই স্কুলের ছাত্রী তৃষা সরকার।
দশম হওয়ায় আনন্দে মেতে ওঠেন পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তৃষা সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৮০। গোঘাটের গার্লস ভগবতী হাই স্কুলের থেকে এবছর পরীক্ষা দেয় তৃষা। তৃষা দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করত। এখন কী নিয়ে পড়াশোনা করবে তা এখনও ঠিক করেনি তৃষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *