আমাদের ভারত, ২৫ জানুয়ারি: প্রত্যেক বারের মতো সাধারণতন্ত্র দিবসের আগেই চলতি বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। এবছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পাচ্ছেন মোট ১৩১ জন। গত বছরের মতো এবারেও ১১ জন বাঙালি পাচ্ছেন পদ্ম সম্মান। তবে এরা কেউই পদ্মভূষণ বা পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় নেই। সকলেই রয়েছেন পদ্মশ্রী প্রাপকের তালিকায়।
প্রত্যেকবার সাহিত্য, শিল্প, খেলা, চিকিৎসা, ব্যবসা, সমাজসেবা সহ নানা পেশার সাথে যুক্ত মানুষকে পদ্ম সম্মান দেওয়া হয়। সেই মতো এবার পদ্মশ্রী পাচ্ছেন বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। ছোট পর্দা সহ বেশ কয়েকটি সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার। মালদার অশোকবাবু কর্মজীবন শুরু করেছিলেন রেলের নিরাপত্তাকর্মী হিসেবে। পরে দলিত সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। পদ্ম সম্মানের তালিকায় তাঁর নাম রয়েছে।
শিল্পকলায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। ছয় দশক ধরে ৬০-এর বেশি নাটক পরিচালনা করেছেন দক্ষিণ দিনাজপুরের এই শিল্পী। লিখেছেন বহু নাটক। অভিনয় করেছেন। নাটক পরিচালনা করেছেন আঞ্চলিক ভাষাতেও। জগমোহন মজুমদার ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের শিষ্য ছিলেন তিনি। তাঁর নাটক গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছেছিল। ২০২৫- এর মার্চ মাসে ৮৩ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। সেই হরিমাধব মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে এবছর।
পূর্ব বর্ধমানের তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথও পাচ্ছেন পদ্মশ্রী। চার দশক ধরে জামদানি শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন জ্যোতিষ দেবনাথ। দশ হাজারেরও বেশি তাঁত শিল্পীকে কাজ শিখিয়েছেন হাতে-কলমে।
পদ্মশ্রী পাচ্ছেন তবলা বাদক কুমার বসু। বেনারস ঘরানার এই শিল্পী ২০০৭ সালের সঙ্গীত নাটক অ্যাকাডেমী পুরস্কার পান। রাজ্য সরকারের তরফেও পুরস্কৃত হয়েছেন এই তবলা বাদক।
বীরভূমের কাঁথা শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছেন। কাঁথা সেলাইয়ে জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। কুড়ি হাজারেরও বেশি মহিলাকে কাজ শিখিয়ে স্বনির্ভর হতে সাহায্য করেছেন তৃপ্তি। এর আগে কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের শিল্পগুরু পুরস্কার পেয়েছেন তিনি। এবার তাঁর মুকুটে নতুন পালক জুড়ছে পদ্মশ্রী।
পদ্ম সম্মান পাচ্ছেন বাংলার সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য হৃদরোগের চিকিৎসক স্বরাজ মন্ডল পাচ্ছেন পদ্মশ্রী। সাহিত্য ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন সাঁওতালি ভাষার স্বনামধন্য সাহিত্যিক রবি লাল টুডু। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য পদ্ম সম্মান পাচ্ছেন রসায়নের অধ্যাপক ও গবেষক মহেন্দ্রনাথ রায়। একই বিভাগে পদ্ম পুরস্কার পাচ্ছেন দার্জিলিং- এর শিক্ষাবিদ তথা সমাজকর্মী গম্ভীর সিং ইয়োন জোনে।
সারা ভারত থেকে ১৩১ জন গণ্যমান্য ব্যক্তিত্বকে এবার পদ্ম সম্মানের তালিকায় রাখা হয়েছে। ৫ জন পাচ্ছেন পদ্মবিভূষণ ১৩ জন পাচ্ছেন পদ্মভূষণ। বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র’কে। কেরলের প্রয়াত মুখ্যমন্ত্রী ভি এস অচ্ছুদানন্দনকেও পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে। পদ্মভূষণ পেয়েছেন সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, আমেরিকা নিবাসী টেনিস কিংবদন্তি হৃদয় অমৃত রাজ, ভারতীয় ক্রিকেটের ২ তারকা ক্যাপ্টেন রোহিত শর্মা ও হরমন প্রীত কৌর পাচ্ছেন পদ্মশ্রী।
একই সঙ্গে অশোক চক্র সম্মানও ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। এবার অশোক চক্র পাচ্ছেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। বিরত্বের জন্য দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে। এর আগে মহাকাশচারী উইং কমান্ডার রাকেশ শর্মাও অশোক চক্র পেয়েছিলেন।

