আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ মার্চ: “আমরা চাইলে তুরি মেরে দখল নিতে পারি, চার আনার পুঁই শাক তার আবার ক্যাশ মেমো” বনধ শেষে এসএফআই’কে তীব্র কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে সেটা ভুল ভাববে বলে দাবি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের
আজ এসএফআই যে বন্ধের ডাক দিয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা চাইলেই তুরি মেরে দখল করতে পারি। আমাদের দলের সহনশীলতাকে দেখে ওরা ভাবছে রাজ্যের দখল নিতে পারবে, ওরা ভুল ভাবছে।” ওরা বনধ করে উচ্চ মাধ্যমিক ছাত্র- ছাত্রীদের কষ্ট দিয়েছে, আর আমরা রাস্তায় থেকে পরীক্ষার্থীদের সাহায্য করেছি।
রাজ্যের কয়েকটি কলেজে যে ঝামেলা হয়েছে সেটা পরিকল্পিতভাবে করা হয়েছে, যে সব ছাত্র-ছাত্রীরা কলেজে এসেছিল তাদের পঠন-পাঠনের জন্য ভেতরে ঢোকাবার চেষ্টা করেছি, আর ওরা বাধা দিয়েছে।