মণিপুরের ঘটনার প্রতিবাদে সবংয়ে মিছিল তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: আজ সবং ব্লক যুব তৃণমূলের উদ্যোগে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মণিপুরে আদিবাসী এবং সাধারণ মানুষের উপরে বর্বোরচিত আক্রমণের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স, ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর, সাধারণ সম্পাদক স্বপন মাইতি, অজিত আদক, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাদল বেরা, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যরা ও বহু কর্মী সমর্থক আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান বিজেপি দল এবং তার সরকার মণিপুরের মত একটা রাজ্যে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি করেছে, আদিবাসী, সংখ্যালঘু মানুষদের উপর যে অত্যাচার চালাচ্ছে তার প্রতিবাদে ভারতবর্ষ, বাংলা, সর্বস্তরের মানুষ আজ প্রতিবাদের সোচ্চার হয়েছে, বিজেপির তীব্র সমালোচনা করে মন্ত্রী মসনসবাবু বলেন, এরা জাত পাতের লড়াই করতে করতে আজকের ভারতবর্ষের মাটিতে মাতৃজাতিকে যেভাবে কলঙ্কিত করেছে, অপমানিত করেছে, ধরিত্রী এদের কোনোদিনও ক্ষমা করবে না। তাই সর্বস্তরের মানুষকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জি তীব্র প্রতিবাদ করেছেন এবং ধিক্কার জানিয়েছেন। সবং দলীয় অফিস থেকে বাজারপাড়া মোড় প্রায় দেড় কিলোমিটার রাস্তা এই প্রতিবাদ মিছিল পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *