BJP, Bankura, বিধানসভা নির্বাচনে জেলার বারোটি আসনে বিজেপিকে ‘১২-০ গোলে’ হারানোর বার্তা তৃণমূলের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জানুয়ারি: খেলাধুলোর ময়দান থেকেও বিজেপিকে হারানোর বার্তা তৃণমূল কংগ্রেসের। আজ গঙ্গাজলঘাঁটি ব্লকের রাধামাধবপুরে অনুষ্ঠিত আইএনটিটিইউসি(INTTUC) কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ১২টি আসনেই জয়ী হবে ঘাসফুল শিবির।‘ ১২-০ গোলে’ বিজেপিকে হারাতে হবে বলে মন্তব্য করেন তারা।

আজ বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি রথীন ব্যানার্জির উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় গুড়ুরবাইদ বন্ধু একাদশ ও শালতোড়া ফুটবল অ্যাকাডেমি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শালতোড়া ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দুই দলকেই সুদৃশ্য ট্রফি ও একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য-সহ জেলা ও বিভিন্ন ব্লক তৃণমূল নেতৃত্ব।

সভামঞ্চ থেকে সুদীপ রাহা বলেন, “আগামী বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বারোটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে। এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমেই নির্বাচনের ওয়ার্ম আপ শুরু হয়ে গেল।”

দেবাংশু ভট্টাচার্য বলেন, “এই বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” একই সঙ্গে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। ফাইনাল খেলা ঘিরে এদিন ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *