আমাদের ভারত, ২৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রকে কটাক্ষ করে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের তোপের মুখে পড়লেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকার।
তথাগতবাবু এক্স বার্তায় জহরবাবুকে লিখেছেন, “তোমার দিদিমার প্রতি তোমার আনুগত্য জ্বলজ্বল করছে। কিন্তু আপনার দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে, জওহর। আপনি ভুলে গেলেন যে পুরো পশ্চিমবঙ্গ রাজ্য ডুবে যাচ্ছে। বিবেকানন্দ ফ্লাইওভার ভেঙ্গে পড়েছে, মাঝেরহাট ব্রিজও। সন্দেশখালি হয়ে উঠেছে ধর্ষণ, জমি দখল ও অবৈধ অনুপ্রবেশের রাজধানী। রাজনীতি থেকে দূরে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ির আশ্রমে ভূমিতে মাফিয়াদের হামলা হয়েছে। এসব হিমশৈলের চূড়ামাত্র। দশ ফুটের খুঁটি দিয়ে কোনও শিল্পপতি এই অসহায় অবস্থা স্পর্শ করবে না। কর্মসংস্থানের সন্ধানে বাঙালিরা চলে যাচ্ছে অন্যত্র। আইন-শৃঙ্খলা তলানিতে। নির্বাচনী হিংসা জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছে। পুলিশ রাজনৈতিক কূটকৌশলে পরিণত হয়েছে। তোমার লজ্জা করে না জহর!”
প্রকাশিত সংবাদের নমুনা যুক্ত করে জহরবাবু এক্স বার্তায় লিখেছিলেন, “রাম লালার রাগ হয়েছে। অযোধ্যা বিজেপিকে বিতাড়িত করেছে। এবার প্রধানমন্ত্রী যে অযোধ্যা স্টেশনের উদ্বোধন করলেন সেই প্রাচীর ভেঙ্গে পড়ল। এক সপ্তাহে বিহারে তিনটি সেতু ভেঙ্গে পড়েছে। রাস্তা তলিয়ে যাওয়া, সি-লিঙ্কের জল, প্রধানমন্ত্রীর দুটি অহং প্রকল্প (সেন্ট্রাল ভিস্তা এবং জি ২০)। ন্যূনতম বৃষ্টিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অটল সুড়ঙ্গ।” এর জেরেই তোপ তথাগতবাবুর।
প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল অযোধ্যাধাম রেল স্টেশন। রাম মন্দিরের আদলেই তৈরি হয়েছিল এই স্টেশন। সেই নবনির্মিত স্টেশনের দেওয়ালই কি না ভেঙ্গে পড়েছে বলে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নিয়েই তুমুল হইচই হয় সামাজিক মাধ্যমে। সংবাদ সংস্থা পিআইবি এবং কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ভিডিওটি ভুয়ো এবং বিভ্রান্তিকর। সাফ জানানো হয়েছে, অযোধ্যার রেল স্টেশনের বাইরের একটি দেওয়াল ভেঙ্গে পড়েছে এ তথ্য ঠিক, তবে তা পুরোনো স্টেশনটি। নবনির্মিত রেল স্টেশনের প্রতিটি অংশ অক্ষতই রয়েছে।