পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুন: পঞ্চায়েত নির্বাচনে ডেবরায় প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। রাজ্য নেতৃত্বের দেওয়া তালিকায় নাম না থাকায় জেলা ও রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে মনোনয়ন জমা দিয়েছেন ডেবরার প্রাক্তন ব্লক সভাপতি আলোক আচার্য ও তাঁর অনুগামীরা।
সূত্রের খবর, দলের তালিকার বাইরে ও পঞ্চায়েত সমিতির ৪২টি আসনের মধ্যে ৩২টিতে প্রার্থী দিয়েছেন আলোক অনুগামীরা। পঞ্চায়েতেও বহু আসনে প্রার্থী দিয়েছেন। আলোকবাবু বলেন, জেলা তথা ডেবরা এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন বর্তমানের কিছু নেতা তাদেরকে কোনোরকম পাত্তা না দিয়েই ইচ্ছেমতো নিজেদের অনুগামীদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করেছে। আমাদের মত পুরনো কর্মীরা নতুনদের প্রার্থী মনোনয়নের এরকম একতরফা সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারি না। তিনি বলেন,
ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান পদাধিকারীদের প্রার্থী বাছাইয়ের এই তুঘলকি মানসিকতা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই-একদিনের মধ্যেই আমি দেখা করবো। সবদিক বিবেচনা করে তিনি মনোনয়ন তুলে নিতে বললে মনোনয়ন তুলে নেওয়া হবে।