TMC, Midnapur, মেদিনীপুরে তৃণমূলের বর্ধিত সাধারণ সভায় ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: আজ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার বর্ধিত সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন জেলার চেয়ারম্যান তথা বিধায়ক দিনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

এই সভা থেকে আগামী দিনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে এবং দলের সংগঠনকে আরও মজবুত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেওয়া হয়। নেতৃত্বরা একযোগে বলেন, রাজ্যের উন্নয়নের গতিধারা বজায় রাখতে এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত। সভায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ করা যায়। ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক রণনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *