TMC, Midnapur, জাতীয় ভোটার দিবসে মেদিনীপুরে তৃণমূলের ‘ধিক্কার দিবস’

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: জাতীয় নির্বাচন কমিশনের SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে হেনস্থা ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে বিজেপির দলদাসে পরিণত করার অভিযোগে আজ জাতীয় ভোটার দিবসে মেদিনীপুর শহরে ‘ধিক্কার দিবস’ পালন করল তৃণমূল কংগ্রেস।

মেদিনীপুর বিধানসভার বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিতে গিয়ে সুজয় হাজরা বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো ভোটাধিকার। কিন্তু আজ পরিকল্পিতভাবে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়ে বিজেপির স্বার্থে কাজ করছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ইডি ও সিবিআই-এর মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। মিছিলে তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে তারা নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে এবং গণতন্ত্র রক্ষার দাবিতে স্লোগান তোলেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে আগামী দিনেও এই আন্দোলন আরও বৃহত্তর আকারে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *