জে মাহাতো, মেদিনীপুর, ১৩ নভেম্বর:
রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বিজয়া সম্মেলন হচ্ছে। সেইমতো শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বড়কলংকাই এলাকায় তৃণমূলের এসটি কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন করা হয়েছিল। সম্মেলনে শতাধিক এসটি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এসটি সেলের জেলা সভাপতি ভদ্র হেমরম, ব্লক সভাপতি মিহির চন্দl এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য সূর্যকান্ত অট্ট, নারী ও শিশু কল্যাণ সমিতির জেলা পরিষদের কর্মদক্ষ প্রতিভা মাইতি, গণেশ মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং সহ অন্যান্যরা।